বাসন্তিরহাট শিশু মন্দিরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ স্বরণে আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নৃত্য, গীত, আবৃত্তির মাধ্যমে আজ স্বরণ করা হয় স্বামীজীকে।

বাসন্তিরহাট শিশু মন্দিরের প্রধান আচার্য শ্রী বিশ্বজিৎ রক্ষিত জানান শিশু মনে স্বামীজীর আদর্শের প্রতিফলন ঘটাতে ও চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটাতে এরকম অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে আরো ভালো কিছু করার ইচ্ছেও রয়েছে ওনার। 

এছাড়া অনুষ্ঠানের সাথে সাথে যোগ-শিবির ও যোগার প্রয়োজনীয়তা সম্পর্কেও আলোচনা করা হয়।