একদিকে রাতারাতি ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট! আর এই নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে চূড়ান্ত উদ্বেগ৷ অন্যদিকে আজও হলো না রায়।  

গত ১৬ তারিখ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত তিনিটি কেস কলকাতা উচ্চআদালতে ওঠে। সূত্রের খবর, কমিশনের ভূমিকায় বেজায় অখুশি বিচারপতি। 

আজ কোর্টের দিকে তাকিয়ে ছিলেন কয়েক হাজার চাকরি প্রার্থী। আপার প্রাইমারী কেসের শুনানি ৩৯ নম্বর কোর্টে ৪ নম্বর সিরিয়ালে ছিল। তবে সময়ের অভাবে শুনানি হয় নি। 

কিন্তু কবে হবে রায়? সূত্রের খবর পরবর্তী শুনানি আগামী ২৭ বা ২৮ জানুয়ারি হতে পারে বলে জানা যাচ্ছে।