গ্রাহক সুবিধার্থে TRAI-র পদক্ষেপ। আরও সস্তা হতে চলেছে কেবল টিভি থেকে ডিটিএইচ পরিষেবা। TRAI-র নতুন নির্দেশিকা আনুসারে ১ মার্চ থেকেই কমতে চলেছে টিভি দেখার খরচ।
TRA-র নির্দেশ অনুযায়ী-
1. ১৬০ টাকা খরচ করলেই সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখা যাবে।
2. বাড়িতে অতিরিক্ত টিভি থাকলে মাত্র ৪০ শতাংশ অতিরিক্ত খরচ করলেই অন্য টিভিতেও একই চ্যানেলগুলি দেখা যাবে।
3. পে চ্যানেলের দাম নিয়ন্ত্রণে রাখতেও নতুন নিয়ম এনেছে TRAI। কেব্ল অপারেটর, এমএসও ও ডিটিএইচ সংস্থাগুলি প্রথম ২০০টি চ্যানেলের জন্য গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ১৩০ টাকা (কর ব্যতীত) নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (এনসিএফ) নিতে পারবে।
4. লম্বা ভ্যালিডিটির প্যাক সাবস্ক্রাইব করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই জন্য প্ল্যানের বৈধতা ছ'মাস অথবা তার বেশি হতে হবে।
5.যে সব চ্যানেল দেখতে মাসে ১২ টাকা অথবা তার কম খরচ হয়। সেই চ্যানেলগুলি বোকেতে রাখা যাবে।
6. নতুন নিয়মে ব্রডকাস্টাররা ডিপিওকে মাসে ৪ লাখ টাকা দেবে। প্রতি চ্যানেলের জন্য এই টাকা পাওয়া যাবে।
আগামী ১ মার্চ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। বর্তমানে মাসিক ১৩০ টাকা এনসিএফ দিয়ে গ্রাহকরা প্রথম ১০০টি এসডি চ্যানেল দেখতে পান। ওই চ্যানেল সংখ্যা বাড়িয়ে ২০০টি করেছে ট্রাই। তবে দূরদর্শনের চ্যানেলগুলির জন্য গ্রাহকদের কোনও এনসিএফ দিতে হবে না। অর্থাৎ, মাসে ১৩০ টাকা এনসিএফ দিয়ে গ্রাহকরা ২০০টি চ্যানেল ও দূরদর্শনের চ্যানেলগুলি দেখতে পাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊