সরস্বতীর আর এক নাম সারদা। শ্বেতশুভ্র জ্ঞানের দেবী পুজিত হয় যাদের কল্পনার তুলিতে তারা আজ ব্রাত্য। সময়ের অলিন্দে আজ সকলে ব্যাস্ত। শত ব্যাস্ততার মধ্যেও তারা তাদের কল্পনায় রুপ দেন তাদের প্রতিমাকে।
গৌরব রায়, সৈকত কর্মকার, প্রনবেন্দু ভৌমিক, বিশ্বজিৎ মজুমদার, গৌরব কুন্ডু,গীত রায়,বাপি দাস,গনেশ পাল,সায়ন তরফদার, সকলেই নিজে হাতে তৈরী করেন তাদের প্রতিমাকে। কেউ আর্ট কলেজ, কেউ আবার প্রথাগত বিদ্যা ও জ্ঞানকে সম্বল করেই প্রতিবছর এক নতুন সৃষ্টি রচনা করেছেন বছরের পর বছর।
আজ যেখানে যুবসমাজ প্রযুক্তিকে নিজেদের মননে স্থান দিচ্ছে, তখন এইসব ছবি অাঁকিয়ে শিল্পী নিজেদের কল্পনায় সৃষ্টি করে চলেছে মা সারদা কে।
তাদের হাতের জাদুতে প্রানপ্রায় জ্ঞানের শ্বেতশুভ্রদেবী সরস্বতী।সকলেই কৃষ্ণনগরের নবীন শিল্পী, আগামীদিনে আরও অনেক সৃষ্টি তাদের হাতে প্রাণ পাবে এই শহরের অন্দরে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊