Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের গুলি করব জেলে পাঠাবো- দিলীপ ঘোষ


সরকারি সম্পত্তি যারা ধ্বংস করছে তাদের গুলি করে মারার হুমকি দিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ । রবিবার রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে ফের তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা ব্যানার্জির কোনও মুরোদ নেই।’’

তিনি আরও বলেন-‘‘নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পাঁচশো-ছ’শো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি।’’

এর আগেও এমন কথা দিলীপবাবু বলেছেন। প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দিলীপবাবু দায়িত্ব পাওয়ার পর থেকেই এ ধরনের কথা বলছেন। ওঁর মস্তিষ্কের সুস্থতা নেই। চিকিৎসা দরকার। মানুষই ওঁকে জবাব দেবে।’’


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code