নতুন বছর শুরু হল রেলের  ভাড়া বৃদ্ধি দিয়ে। তবে লোকাল ট্র্নের ভাড়া বৃদ্ধি হয়নি। বাডানো হয়নি সংরক্ষণের চার্জ, সুপার ফাস্ট চার্জ ও মান্থলি টিকিটের দাম। 

১ জানুয়ারি থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে আগে যারা টিকিট কেটেছে। তাদের নতুন ভাড়া দিতে হবে না। 

এর আগে ২০১৪-২০১৫ সালে শেষবার রেলের ভাড়া বেড়েছিল। রেলের তরফে মঙ্গলবার সন্ধেয় এক বিজ্ঞপ্তিতে ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে বেসিক ভাড়া বাড়িয়েছে রেল।

সাধারণ নন এসি, নন সাবআরবান ট্রেনের বাড়ি বাড়ছে ১ পয়সা প্রতি কিলোমিটার। অন্যদিকে নন এসি মেল, এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ২ পয়সা। এসি মেল, এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ৪ পয়সা।

মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়া বাড়ছে রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস, হামসফর, মহামানা, গতিমান, অন্ত্যোদয়, গরিব রথ, জন শতাব্দী, রাজ্য রানি, যুবা এক্সপ্রেস, সুবিধা এবং অন্য স্পেশাল ট্রেনগুলিতে। এছাড়া ভাড়া বাড়ছে এসি মেমু (শহরতলি নয়) এবং এসি ডেমু ট্রেনে (শহরতলি নয়)।