বিভাগ-ক 

১। সঠিক উত্তরটি নির্বাচন করোঃ- ১x২০=২০ 

১.১/ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন- ক] ওলন্দাজরা খ] ইংরেজরা গ] ফরাসিরা ঘ] পর্তুগিজরা ১.২/ ‘সেদিনের কথা’ গ্রন্থটি কার লেখা- ক] মনিকুন্তলা সেন খ] সুনীল গাঙ্গুলি গ] নারায়ন সান্যাল ঘ] মহাশ্বেতা দেবী 
১.৩/ পাঞ্জাবে উটচালকদের গানকে বলা হয়- ক] ভাটিয়ালি খ] টপ্পা গ] ঠুংরি ঘ] গজল 
১.৪/ ‘ব্রম্মানন্দ’ নামে পরিচিত- ক] রামমোহন রায় খ] বিবেকানন্দ গ] দয়ানন্দ সরস্বতী ঘ] কেশবচন্দ্র সেন। 
১.৫/ প্রথম ভারতীয় মহিলা ডাক্তার- ক] চন্দ্রমুখী বসু খ] কাদম্বিনী গাঙ্গুলি গ] তরু দত্ত ঘ] সুখলতা রাও ১.৬/ ভারতে প্রথম শবব্যবচ্ছেদ করেন- ক] মধুসূদন দত্ত খ] জগদীশচন্দ্র বসু গ] মধুসূদন গুপ্ত ঘ] নীলরতন সরকার 
১.৭/ সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন- ক] চুয়াড় বিদ্রোহ খ] মুন্ডা বিদ্রোহ গ] কোল বিদ্রোহ ঘ] নীল বিদ্রোহ ১.৮/ ‘নীল কমিশন’ গঠিত হয়- ক] ১৮৫৮ খ্রি খ] ১৮৬০ খ্রি গ] ১৮৬২ খ্রি ঘ] ১৮৬৫ খ্রি 
১.৯/ ভারতসভার প্রথম সভাপতি-ক] সুরেন্দ্রনাথ ব্যানার্জি খ] আনন্দমোহন বসু গ] কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ঘ] শিবনাথ শাস্ত্রী 
১.১০/ ‘আনন্দমঠ’ প্রকাশিত হয়-ক] ১৮৭০ খ্রি খ] ১৮৭৫ খ্রি গ] ১৮৮০ খ্রি ঘ] ১৮৮২ খ্রি 
১.১১/ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ছাপা বই- ক] বর্ণপরিচয় খ] অন্নদামঙ্গল গ] দিগদর্শন ঘ] গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 
১.১২/ প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক- ক] দ্বারকানাথ বিদ্যাভূষণ খ] অক্ষয়কুমার দত্ত গ] গঙ্গাকিশোর ভট্টাচার্য ঘ] হরিশচন্দ্র মুখোপাধ্যায় 
১.১৩/ মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন-ক] জগদীশচন্দ্র বসু খ] প্রফুল্লচন্দ্র রায় গ] সি.ভি. রমন ঘ] সত্যেন্দ্রনাথ বসু 
১.১৪/ সর্বভারতীয় কিষানসভার প্রথম সভাপতি ছিলেন-ক] বাবা রামচন্দ্র খ] স্বামী সহজানন্দ গ] জয়প্রকাশ নারায়ন ঘ] এন.জি.রঙ্গ 
১.১৫/ কুনবি বলা হয়-ক] গুজরাটের কৃষকদের খ] বাংলার কৃষকদের গ] উত্তরপ্রদেশের কৃষকদের ঘ] মহারাষ্ট্রের কৃষকদের
১.১৬/ ভারতে প্রথম ‘মে’ দিবস পালন করেন-ক] মানবেন্দ্রনাথ রায় খ] পি.সি.যোশী গ] সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার ঘ] মুজাফ্যর আহমেদ 
১.১৭/ ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন- ক] ঊর্মিলা দেবী খ] লীলা নাগ গ] বাসন্তী দেবী ঘ] কল্পনা দত্ত 
১.১৮/ বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক-ক] রামেন্দ্রসুন্দর ত্রিবেদী খ] প্রমথরঞ্জন ঠাকুর গ] হরিচাঁদ ঠাকুর ঘ] যোগেন্দ্রনাথ মণ্ডল 
১.১৯/ ‘Train to Pakistan’ গ্রন্থটি লিখেছেন-ক] সলমন রুশদি খ] খুশবন্ত সিংহ গ] ডঃ রাজেন্দ্রপ্রসাদ ঘ] ভি.পি.মেনন 
১.২০/ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়-ক] ১৯৫০ খ্রি খ] ১৯৫১ খ্রি গ] ১৯৫৩ খ্রি ঘ] ১৯৫৬ খ্রি 



বিভাগ-খ 

২। যে কোন ষোলোটি প্রশ্নের উত্তর দাও 

[প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে] ১x১৬=১৬ 

উপবিভাগ-২.১[একটি বাক্যে উত্তর দাও] 

২.১.১/ বঙ্গদর্শন সাময়িকপত্র কে কবে প্রবর্তন করেন? 
২.১.২/ উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়েছিল? 
২.১.৩/ রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল? 
২.১.৪/ তিন আইন কবে পাশ হয়? 

উপবিভাগ-২.২[ঠিক বা ভুল নির্ণয় করো] 

২.২.১/ বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। 
২.২.২/ কথাকলি কেরল রাজ্যের নৃত্যশৈলী। 
২.২.৩/ মেকলে, ডাফ, স্যান্ডার্স, কলভিন প্রমুখ ছিলেন পাশ্চাত্যবাদি। 
২.২.৪/ ইজারাদার দেবী সিংহের অত্যাচারে রংপুর বিদ্রোহ হয়। 

উপবিভাগ-২.৩ [স্তম্ভ মিলাও] 


উপবিভাগ-২.৪[ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করো] 

২.৪.১/ দেশীয় রাজ্য কাশ্মীর 
২.৪.২/ মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি 
২.৪.৩/ বারাসাত বিদ্রোহের এলাকা 
২.৪.৪/ মালাবার উপকূল 

উপবিভাগ-২.৫ [নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি লেখো] 

২.৫.১/ বিবৃতিঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ- 

ব্যাখ্যাঃ ক] এই পত্রিকা ছাত্রসমাজকে ব্রিটিশ বিরোধী করে তোলে। খ] এই পত্রিকা কৃষক সমাজকে ব্রিটিশ বিরোধী করে। গ] এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে। 

২.৫.২/ বিবৃতিঃ প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা অত্যন্ত কম- 

ব্যাখ্যাঃ ক] প্রচলিত ইতিহাস পুরুষকেন্দ্রিক খ] অধিকাংশ ঐতিহাসিকই পুরুষ গ] নারী সমাজের ভূমিকার বিষয়টি ঐতিহাসিকদের উপেক্ষিত ছিল। 

২.৫.৩/ বিবৃতিঃ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল- 

ব্যাখ্যাঃ ক] বাঙালিরা ভীরু ও দুর্বল ছিল। খ] ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করেছিল বলে। গ] এই বিদ্রোহ ছিল মূলত অশিক্ষিত বিদ্রোহ। 

২.৫.৪/ বিবৃতিঃ ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট যোগ দেয়নি। 

ব্যাখ্যাঃ ক] জাতীয় কংগ্রেস আপত্তি জানিয়েছিল। খ] দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল। গ] কমিউনিস্টরা নিজেদের সতন্ত্র রাখতে চেয়েছিল। 

বিভাগ-গ 

৩। দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ [এগারোটি] ২x১১=২২ 

৩.১/ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? 
৩.২/ দলিত কাদের বলা হয়? 
৩.৩/ তথ্য জানার অধিকার আইন কি? 
৩.৪/ ফোটোগ্রাফি কীভাবে নিরপেক্ষ ইতিহাস রচনা করতে সাহায্য করে? 
৩.৫/ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন? 
৩.৬/ মেকলে মিনিট কি? 
৩.৭/ দুদু মিঞা স্মরণীয় কেন? 
৩.৮/ নীলবিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? 
৩.৯/ জাতীয়তাবাদ বলতে কি বোঝ? 
৩.১০/ দেশীয়ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 
৩.১১/ ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 
৩.১২/ দর কমিশন কেন গঠিত হয়? 
৩.১৩/ বীণা দাস স্মরণীয় কেন? 
৩.১৪/ ১৯৫০ সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? 
৩.১৫/ হালি প্রথা কি? 
৩.১৬/ শ্রমিক আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকারের ঘোষিত দুটি আইনের উল্লেখ করো। 
৩.১৭/ বঙ্গদর্শন কবে প্রথম প্রকাশিত হয়? 
৩.১৮/ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন? 
৩.১৯/ সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? 
৩.২০/ বারাসত বিদ্রোহের নেতৃত্ব কে দেন? 
৩.২১/ কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? 
৩.২২/ ভারতে প্রথম অরণ্য আইন কবে পাশ হয়? 
৩.২৩/ কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? 
৩.২৪/ ১৮৫৭ খ্রী বিদ্রোহকে 'প্রথম স্বাধীনতা সংগ্রাম' কে বলেছেন? 
৩.২৫/ IACS এ কোন বিজ্ঞানী নোবেল পেয়েছিলেন? 
৩.২৬/ ভারতে কে হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন? 


বিভাগ-ঘ 

৪। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাওঃ ৪x৬=২৪ 

উপবিভাগঃ ঘ-১ 

৪.১/ ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 

৪.২/ পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 

উপবিভাগঃ ঘ-২ 

৪.৩/ নীল বিদ্রোহ ঘটেছিল কেন? 

৪.৪/ ‘আনন্দমঠ’ উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে জাতীয়তাবাদের ধারনা প্রকাশিত হয়েছিল? 

উপবিভাগঃ ঘ-৩ 

৪.৫/ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানা শিল্পকে কিভাবে বিশ্বমানের করে তোলেন? 

৪.৬/ একা আন্দোলন ও বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

উপবিভাগঃ ঘ-৪ 

৪.৭/ বাংলায় নমঃশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 

৪.৮/ দেশবিভাগ [১৯৪৭] জনিত উদ্বাস্তু সমস্যা কি ছিল? 

অতিরিক্ত আরও কিছুঃ 

১।  হুতোম প্যাচার নকশা গ্রন্থে  উনিশ শতকের বাংলার কিরুপ সমাজচিত্র ফুটে ওঠে?
২। চিকিৎসা বিদ্যায় কলিকাতা মেডিক্যাল কলেজের ভূমিকা আলোচনা করো। 
৩। মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য্য ও পঞ্চানন কর্মকারের ভূমিকা আলোচনা করো।
৪। শিক্ষা বিস্তারে শ্রী রামপুর মিশন প্রেসের ভূমিকা আলোচনা করো। 
৫। হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারত ভুক্ত হলো? 
৬। বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 
৭। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের ভূমিকা আলোচনা করো।   
বিভাগ-ঙ ৮x১=৮ 

৫। পনেরো ষোলোটি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। 

৫.১/ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ বিশ্লেষণ করো। 

৫.২/ লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। 

৫.৩/ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 

৫.৪/ বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। 

৫.৫/ বিষ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 

৫.৬/ মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 

৫.৭/  নীলবিদ্রোহের  কারণ  ও বৈশিষ্ট্য আলোচনা করো। 

৫.৮/ ভারত ছাড় আন্দোলনে শ্রমিকদের ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। 

৫.৯/ দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক কি ছিল? দলিত অধিকার প্রতিষ্ঠায়  আম্বেদকরের ভূমিকা  উল্লেখ করো। 

Print Friendly and PDF