এশিয়ার সর্ববৃহৎ প্রিস্কুল Kidzee. একদশকেরও বেশি সময় ধরে সাড়ে সাতশরও বেশি শহরে ১৯০০+ শাখা রয়েছে কিডজির। আজ পর্যন্ত নয় লাখেরও বেশি শিশু এর সাথে যুক্ত হয়ে উপকৃত। কিডজি আধুনিক শিশু-মনোবিজ্ঞানকে অনুসরণ করে প্রথাগত পুঁথিকেন্দ্রিক পাঠদানের পদ্ধতির পরিবর্তে খেলার ছলে তাদের আনন্দের সাথে শিক্ষাদানের ব্যবস্থা করেছে। যাতে তারা পাঠ্যপুস্তকের ভারে ভারাক্রান্ত না হয়ে মনোরম শিশুর উপযোগী পরিবেশে শিক্ষা লাভ করতে পারে। কারন কিডজি বিশ্বাস করে শিশুর শিক্ষা-পদ্ধতি ও শিক্ষক - উভয়ই শিশুর বয়োসোপযোগী হয় উচিত। তাই কিডজিতে playway method এর সাহায্যে শিশুর all-round development এর দিকে নজর দেওয়া হয়। পড়ার বোঝা না চাপিয়ে, তাকে বিভিন্নভাবে শিখতে উৎসাহী করা হয়, যাতে সে ভেতর থেকে প্রেরণা লাভ করে। 

        Kidzee তাদের এই শিক্ষা পদ্ধতি নিয়ে যাত্রা শুরু করতে  চলেছে দিনহাটাতে। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত শহরে Kidzee-র শাখা থাকলেও দিনহাটাতে এই প্রথম। Kidzee Dinhata কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে এখানে-

◆ বয়োসোপযোগী দৃষ্টিনন্দন শ্রেণীকক্ষ
◆ খেলার মাঠ
◆ খেলার ছলে skill- development এর সুজোগ
◆ শিশুকেন্দ্রিক সর্বোৎকৃষ্ট শিক্ষাপদ্ধতি iLLUME এর মাধ্যমে শিক্ষালাভের সুযোগ
◆ ECCE( Early Childhood Care and Education) প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী থাকছে।

   দিনহাটার মত প্রান্তিক শহরে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান Kidzee-র উপস্থিতি জনমানসে বেশ আলোড়ন তৈরি করেছে। Kiser Dinhata কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত স্তরের মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে ফিজ। ২রা জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 

যোগাযোগ-KIDZEE DINHATA, পুটিমারী, দিনহাটা-কোচবিহার রোড, দিনহাটা। মোবাইল- 8900205359, 8670821675, 9775420929, 8514891900.