জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে সরস্বতী পূজার দিনে উদ্বোধন হল কিডজি দিনহাটার। দিনহাটা শহরের অনতিদূরে দিনহাটা-কোচবিহার রোডে কিডজি প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষ্যে।
বাগদেবীর পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেয় শহর ও শহর সংলগ্ন এলাকার কচিকাঁচারা। সরস্বতী বন্দনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডঃ বিভাস রায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে কিডজির শুভ সূচনা করেন। ডঃ রায় তার বক্তৃতায় দিনহাটার মত শহরে কিডজির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত বলেন।
তিনি আশা রাখেন কিডজি দিনহাটার শিশুদের জন্য হিতকর হয়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত ডঃ উজ্জ্বল আচার্য্য কিডজি দিনহাটার শ্রীবৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ হয়ে দাঁড়ায় কচিকাঁচাদের নাচ, গান ও আবৃত্তি।
দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্তোষ ব্যক্ত করেন। এছাড়া অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে কবি ও সাহিত্যিক শুভাশিস দাস, আবৃত্তিকার স্বপন রায়, শিক্ষক ও সাংবাদিক দিব্যেন্দু ভৌমিক, অধ্যাপক জয় মুখার্জী, শিক্ষক ও প্রাবন্ধিক প্রলয় ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্য ও ছবিঃ সুদীপ দে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊