ইন্ডিয়ান সুপার লিগ-এর অন্যতম দল এটিকে এখন সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের অধীনস্থ। সেই আরপিএসজি এবার কিনে নিল শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের সিংহভাগ শেয়ার। মোহনবাগান ক্লাবের ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। ফলে এখন বাংলার ফুটবলের ২ স্তম্ভ এটিকে বা অ্যাটলেটিকো দে কলকাতা এবং মোহনবাগান ক্লাব ২টিরই মালিক শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান ক্লাবের বাকি ২০ শতাংশ শেয়ার আপাতত থাকছে মোহনবাগান ক্লাবের হাতেই।

মোহনবাগান ক্লাবের চেয়ারম্যান স্বপনসাধন বসু, ময়দানে যাঁকে সকলে চেনেন টুটুদা হিসাবে জানিয়েছেন, মোহনবাগান ক্লাবের ১৩০ বছরের ইতিহাস রয়েছে। একটা ভালবাসা রয়েছে। তাকে এগিয়ে নিয়ে যেতে একটা বাস্তবসম্মত পদক্ষেপের দরকার ছিল। কর্পোরেট পিছনে না থাকলে আধুনিক যুগে ফুটবলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি সঞ্জীব গোয়েঙ্কাকে মোহনবাগান ক্লাবের সিংহভাগ শেয়ার কেনার জন্য ধন্যবাদও জানান। 

বৃহস্পতিবার এটিকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা-গ্রুপ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ৮০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে। এর ফলে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রাইভেট লিমিটেডের হাতে ক্লাবের ২০ শতাংশ শেয়ার থাকবে। তবে, এই নতুন চুক্তির ফলে মোহনবাগানের অস্তিত্ব সংকটের কোনও প্রশ্নই ওঠে না। কারণ, যে এটিকে-মোহনবাগান এফসি তৈরি হচ্ছে, তাঁর লোগো এবং জার্সি মোহনবাগানেরই থাকবে।