আজ শিলিগুড়ি-জলপাইগুড়ি রাস্তায় মোহিতনগরে পথ দুর্ঘটনা এক স্কুলছাত্রী নিহত হয়।

 এক ছাত্রী বাসের ধাক্কায় মারা যায়। প্রাইভেট শেষ করে স্কুটি করে বাড়ি ফিরছিল ছাত্রিটি, সেই সময় একটি সরকারি বাস তাঁকে ধাক্কা মারে এবং তাঁর দেহের উপর দিয়ে চলে যায় এই যাত্রী বাহি সরকারি বাস। 

ঘটনায় গুরুতর জখম আরোও দুই ছাত্র, দুইজন ভর্তি আছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

উত্তেজিত জনতা জ্বালিয়ে দেয় একের পর এক বাস। তিনটি বাসে আগুন লাগাবার খবর। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং কোতয়ালী থানার পুলিশ।