কিশামত দশগ্রামে বিদ্যালয় পরিদর্শনে দিনহাটা মহকুমা শাসক
SER 20: বুধবার আচমকাই বিদ্যালয় পরিদর্শনে বের হন দিনহাটা মহকুমা শাসক মাননীয় শেখ আনসার আহমেদ (আই.এ. এস.) মহাশয়। আজ দিনহাটা 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ কিশামত দশগ্রাম নিউ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের পরিকাঠামোগত ব্যবস্থার সাথে বিদ্যালয়ের ফুলের বাগান, কিচেন গার্ডেন, শৌচাগার, ব্যবহৃত টিউবওয়েল, রান্নাঘর সব খুঁটিয়ে পর্যবেক্ষন করেন।

কথা বলেন উপস্থিত ছাত্রছাত্রীদের সাথেও। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি মাশরুম ও শিশু উপযোগী হাতের কাজ দেখে উৎসাহিত হন।  বিদ্যালয় প্রাঙ্গনেই অবস্থিত অঙ্গনওয়ারী কেন্দ্রটিও ঘুরে দেখেন। বিদ্যালয়ের মিড-ডে মিল এ প্রোটিন যুক্ত মাশরুম খাওয়ানো হয় শুনে খুবই খুশি হন তিনি। মন দিয়ে শোনেন কিভাবে খুদে বাচ্চারা নিজের হাতে এই মাশরুম চাষ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৈকত সরকার মহাশয় বলেন, "আজ মহকুমা শাসক বিদ্যালয় পরিদর্শনের সাথে সাথে বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য আমাদেরকে উৎসাহিত করেন যা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে সাহায্য করবে"।