সংবাদ একলব্য, শিলিগুড়ি:  'কুলিভাই'....স্টেশনে আমার আপনার মালপত্তরের বোঝা বয়ে যে মানুষটি তার সংসার নির্বাহ করে৷ কখনও জানতে চেয়েছেন তার জীবনের ভালো-মন্দ বা অভাব-অভিযোগের কথা৷ হয়ত অনেকেরই উত্তর হবে 'না,সময় হয়নি'৷ এই প্রথম শিলিগুড়ির 'ইউনিক স্বেচ্ছাসেবী টিম' ভেবেছে সেই কুলিভাইদের কথা৷

প্রচন্ড শীতে ওনাদের কাছে একটু উষ্ণতা পৌঁছে দিতে, 'ইউনিক স্বেচ্ছাসেবী সংস্থা' NJP স্টেশনের কুলিভাইদের মধ্যে ভালো মানের blanket বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ৷ সকলের সহযোগিতা ও শুভকামনা নিয়ে একের পর এক মহান কাজের মধ্যদিয়ে এগিয়ে চলেছে এই সংস্থা৷ আজ বিকাল ৫ টায় NJP তে উপস্থিত থাকা কুলিভাইদের হাতে তুলে দেওয়া হল blanket।