নাগরিকত্ব আইনের  প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে সারা দেশের পাশাপাশি উত্তর প্রদেশের  মানুষেরাও। জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি-বাইক। নষ্ট হয়েছে বহুল পরিমাণ সরকারি সম্পত্তিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আহত হয়েছেন পুলিশ কর্মীরা। সে সময়ই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেছিলেন, 'সব ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা বদলা নেব।' স্বয়ং মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে দেখা দিয়েছিল বিতর্ক। ঘটনার কয়েক দিনের মধ্যেই লখনউ ও মুজফ্ফরনগরের বেশ কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এবার সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ২৮ জনকে ক্ষতিপূরণের নোটিশ দিল উত্তরপ্রদেশের রামপুর জেলা প্রশাসন। প্রত্যেকের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪.৮৬ লক্ষ টাকা করে দাবি করা হয়েছে।

ফলে সকলের মনে ভেসে উঠছে যোগী  বচন - 'আমরা বদলা নেব।' গত মঙ্গলবার জেলার ২৮ জনের বাড়িতে নোটিশ পাঠায় প্রশাসন। নোটিশে মোট ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাঁকার সরকারি সম্পত্তি  ভাঙচুরের হিসাব উল্লেখ করা রয়েছে। যার মধ্যে পুলিশ জিপ ভাঙচুরে সাড়ে ৭ লক্ষ, মোটরবাইক ভাঙচুরে ১ লক্ষ ৫০ হাজার এবং হেলমেট ও ১০টির মত পুলিশের লাঠি ভাঙচুরের ক্ষতিপূরণের হিসাব উল্লেখ রয়েছে।