সকাল থেকে ঘন কুয়াশার চাদর থাকলেও সকাল ৯ টায় সূর্য দেখা দিয়েছে আকাশে। আর তাতেই গ্রহন দেখার হুরাহুরি শুরু হয়েছে। 

তবে কুসুংস্কারের বশবর্তি হয়ে আজও রান্নাঘর বন্ধ রাখার খবর পাওয়া গেছে বিভিন্ন গ্রামাঞ্চল-শহরাঞ্চল থেকেও।