পশ্চিমবঙ্গের পর এবার কেরালাতেও এনপিআর অর্থাৎ জাতীয় জনসংখ্যা নিবন্ধকের কাজ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার জানিয়েছেন যে তারা বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রেক্ষিতে জনগণের 'আশঙ্কা' বিবেচনা করে রাজ্যের জাতীয় জনসংখ্যা নিবন্ধকের (এনপিআর) সাথে সম্পর্কিত সমস্ত কার্যক্রম বন্ধ রেখেছেন। এই নিয়ে দ্বিতীয় রাজ্য যারা এনপিআর সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ করল।
এই প্রসঙ্গে রাজ্য প্রশাসনিক দফতরের সেক্রেটারি কেআর জ্যোতিলাল IANS-কে জানিয়েছেন, যেহেতু দেশ এখন সিএএ নিয়ে উদ্বিগ্ন এবং এনপিআর, এনআরসির সঙ্গে সংযুক্ত রাজ্যে অবিলম্বে এধরণের কার্যকলাপ বন্ধ রাখা হবে। এছাড়াও কেরালার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কেরালাতে সংশোধিত নাগরিকত্ব আইন তিনি হতে দেবেন না। এমনকি এনআরসিও নয়। মমতা ব্যানার্জির পর একই পথে হাঁটলেন তিনি।
Kerala govt orders stoppage of all activities inconnection with National Population Register instate considering "apprehensions" of public that it would leadto NRC in the wake of controversial #CitizenshipAmendmentAct
১৯৭ জন লোক এই সম্পর্কে কথা বলছেন
কিছুদিন আগে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, এনপিআর আপাতত স্থগিত করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম থেকেই এনআরসি ও ক্যাবের মতো কেন্দ্রীয় পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। ভারতীয় নাগরিক বলতে ভারতের সংবিধান ও নাগরিকত্ব আইন-১৯৫৫ র অধীনে সংজ্ঞাবদ্ধ ভারতীয় নাগরিকদেরকে বোঝানো হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊