আরিফ হোসেন, ১৪ই ডিসেম্বর: সদ্য লোকসভা ও রাজ্যসভা উভয়েতেই পাশ হয়েছেয়ক্যাব। সাধারন থেকে বিশিষ্ট সকলেই ক্যাবের বিরুদ্ধে সামিল হয়েই চলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে প্রচুর মানুষকে একত্রিত করে আন্দোলনে নামার প্রক্রিয়াও চলছে জোরকদমে। অন্যদিকে ১৯শে ডিসেম্বর পথে নামার ডাক দিয়ে NO NRC MOVEMENT নামক অরাজনৈতিক সংগঠন এবং বামফ্রন্ট।
এবার এন আর সি ও ক্যাব এর প্রতিবাদে কলম ধরলেন কবি শঙ্খ ঘোষ। তিনি লিখলেন- "এ–মাটি আমারও মাটি সেকথা সবার সামনে কীভাবে প্রমাণ করব আজ।" আসুন পড়ে নেই সমগ্র কবিতাটি -
মাটি
শঙ্খ ঘোষ
আমারই হাতের স্নেহে ফুটেছিল এই গন্ধরাজ
যে–কোনো ঘাসের গায়ে আমারই পায়ের স্মৃতি ছিল
আমারই তো পাশে পাশে জেগেছিল অজয়ের জল
আবারও সে নেমে গেছে আমারই চোখের ছোঁয়া নিয়ে
কোণে পড়ে–থাকা ওই দালানে দুপুরে ভাঙা থামে
আমারই নিঃশ্বাস থেকে কবুতর তুলেছিল স্বর
শালবন–পেরনো এ খোলা মাঠে মহফিল শেষে
নিথর আমারই পাশে শুয়েছিল প্রতিপদে চাঁদ।
তোমাদের পায়ে পায়ে আমারও জড়ানো ছিল পা
তোমরা জানোনি তাকে, ফিরেও চাওনি তার দিকে
দুধারে তাকিয়ে দেখো, ভেঙে আছে সবগুলি সাঁকো
কোনখানে যাব আর যদি আজ চলে যেতে বলো।
গোধূলিরঙিন মাচা, ও পাড়ায় উঠেছে আজান
এ–দাওয়ায় বসে ভাবি দুনিয়া আমার মেহমান।
এখনও পরীক্ষা চায় আগুনসমাজ
এ–মাটি আমারও মাটি সেকথা সবার সামনে কীভাবে প্রমাণ করব আজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊