বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজ এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় উইন্টার কাপ ২০১৯ এর ষষ্ঠ দিনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় আলিপুর বনি'স এলেভেন ও চৌধুরীহাট আপ্পু সংঘ। টসে জিতে আলিপুরের অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তার সিদ্ধান্তের যোগ্য সম্মান দেন তাদের সুবীর সরকার (২২ বলে ৭৬), ভাল ব্যাট করেন ইন্দ্রনীল (৩৩), চৌধুরীহাটের বোলার দের মধ্যে রজত চক্রবর্তী ( ২ ওভার ২২ রান ৩ উইকেট)। 

তারা নির্ধারিত ১০ ওভারে ১৬৬ রান তোলে। জবাবে ব্যাটে নেমে আপ্পু সংঘের ব্যাটসম্যানরা খুব একটা ভাল শুরু করতে পারে নি৷ আলিপুরের বনি পাল (২ ওভার ১৪ রান ৩ উইকেট) ইন্দ্রনীলের (৩ উইকেট) ভাল বোলিং এর সামনে মাত্র ৯৫ রানে শেষ হয় তাদের ইনিংস। ম্যাচের সেরা আলিপুর বনি'স এলেভেন এর সুবীর সরকার৷