টানা ২৬ দিন অনশনের পর অবশেষে আজ দুপুর একটায় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রী ডাকে সাড়া দিয়েছেন শিক্ষকরা৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকদের বৈঠক হওয়ার কথা৷ বৈঠকে সমস্যা না মেটা পর্যন্ত অনশন-ধর্না জারি থাকবে বলেও আন্দোলনকারীদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠনের প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষ হয়েছে।শিক্ষা মন্ত্রী বলেছেন "কিছুটা সময় দিন তার পর না হয় আবার আন্দোলনে যাবেন।"

পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বৈঠক শেষে বলেছেন-"আলোচনা খুব ভালো হয়েছে। সদর্থক আলোচনা।'' 

জানাগেছে বেতন কাঠামোতে সায় রয়েছে সরকারের। তবে এরজন্য সময় চেয়েছেন শিক্ষামন্ত্রী।

কিন্তু সমস্যা তৈরি হয়েছে বৈঠক শেষেই। বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর প্রেস বিবৃতি ঘিরে সন্দেহ দানা বাঁধে ঐক্যমঞ্চের শিক্ষকদের মধ্যে। বৈঠকের সময়কার কথা আর প্রেস বিবৃতির মধ্যে প্রচুর অসঙ্গতি ছিল বলে আন্দোলনকারী শিক্ষকরা মনে করছেন । শুনেনিন সেই প্রেস বিবৃতি-



রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়-"আমরা সতন্ত্র সংগঠন হিসাবে আমন্ত্রণ পেয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। আমাদের জন্মলগ্নের এবং আদালতে বিচারাধীন দাবী বেতন কাঠামো সমস্ত সংগঠন মেনে নিয়ে মান্যতা দিয়েছেন। পাশাপাশি আমাদের আলোচনা সদর্থক ও ইতিবাচক। প্রসঙ্গতঃ এই চলমান আন্দোলনের আমরা সংগঠক নই,সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী। ফলে আন্দোলন গত সিদ্ধান্ত নেওয়া আমাদের হাতে নেই এবং হাতে দেওয়া ও হয় নি। আমরা মনে করি আন্দোলন সংক্রান্ত সিদ্ধান্ত ঐক্যমঞ্চ কে ই নিতে হবে।

আমরা যতটুকু বুঝলাম এর সমাধান শিক্ষামন্ত্রীর দ্বারা সম্ভব নয়।তাই সময় নষ্ট না করে ঐক্য মঞ্চ কে অনুরোধ করছি আগামী কাল থেকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান।একমাত্র মুখ্যমন্ত্রীই পারেন এক মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে।তাছাড়া প্রতিশ্রুতি তো মুখ্যমন্ত্রীই দিয়েছিলেন তাই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ খুবই সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি।শিক্ষামন্ত্রীর পিছনে পড়ে থেকে আর সময় নষ্ট করবেন না।খুব শীঘ্রই মিডিয়ার সামনে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান।"


এরপরই কার্যত পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ আন্দোলনে অনড় থেকে যান। যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েদেন-  "লিখিত বিবৃতি ছাড়া কর্মসূচি চলবে" ।

অর্থাৎ শিক্ষামন্ত্রী লিখিত আকারে বিবৃতি না দেওয়া পর্যন্ত ১ মাস ধরে চলা আন্দোলন অনির্দিষ্ট কালের জন্য আরও চলবে ।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে নজর রাখুন
www.facebook.com/sangbadekalavya