pic source: twitter


তৃতীয় টি ২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে হারাল ভারত । এর ফলে ২-১-এ সিরিজ পকেটে পুরল বিরাট কোহলিরা ।

বুধবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ভারতীয় ব্যাটসম্যানরা। বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দুই ওপেনার প্রথম উইকেটে ১৩৫ রান যোগ করেন। ‘হিটম্যান’ ৩৪ বলে ঝোড়ো ৭১ রান করেন। ৬টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল রোহিতের ইনিংস।


তিন নম্বরে নিজে না নেমে আজ ঋষভ পন্থকে পাঠিয়ছিলেন কোহলি। আজও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন উইকেটকিপার। খাতা না খুলেই ফিরতে হয় তাঁকে। এর পর মাঠে নেমেই মারতে শুরু করেন কোহলি। ক্যারিবিয়ান বোলারদের ছত্রভঙ্গ করতে থাকেন। মাত্র ২৯ বলে ৭০ (অপরাজিত) রান করেন ভারত অধিনায়ক। 


রাহুল অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ৫৬ বলে ৯১ রানের ইনিংসে তিনি মেরেছেন ৯টি চার ও ৪টি ছয়। ব্যাটসম্যানদের দাপটে ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে করে পাহাড়প্রমাণ ২৪০ রান।

জবাব ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মহম্মদ শামি-ভুবনেশ্বর কুমার ও দীপক চহারের দাপটে এক সময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ার (৪১) ও পোলার্ড (৬৮) পাল্টা লড়াই দেওয়া শুরু করেছিলেন। ২০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ করল ৮ উইকেটে ১৭৩ রান।