উত্তরের গুণী সুজন নির্মাল্য ঘোষ
শুভাশিস দাশ
সংবাদ একলব্য র এই বিভাগটিতে আমি চেষ্টা করছি প্রকৃত গুণী মানুষদের জনসমুখে আনার । অবশ্য যাঁদের নিয়ে লিখছি তাঁরা এমনিতেই অনেক আগেই তাঁদের স্ব্স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ।
আজ যাঁকে নিয়ে এই কলম তিনি একজন আদ্যোপান্ত সাহিত্যের মানুষ । নির্মাল্য ঘোষ শুধু কবিই নয় একাধারে গল্পকারও ।
তিনি শুধু উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকেন নি , তাঁর গল্প কবিতা উত্তর ছাড়িয়ে কলকাতা এবং বিভিন্ন রাজ্যের পত্রিকায় জায়গা করে নিয়েছে । এই বাংলার লিটিল ম্যাগ সহ ছোটো বড় সব ধরনের পত্রিকায় তাঁর কবিতা গল্প প্রকাশ হচ্ছে নিয়মিত । কর্ম জীবনের ব্যস্ততার অবসরে এই সাহিত্য চর্চা সখের নয় । অন্তরের টানেই ।
ইতিমধ্যেই তাঁর কটি বই বেরিয়ে গেছে । মৃদু ভাষী এবং সদা হাস্য এই কবির কবিতাকে আলাদা করে চেনা যায় । ছোটো গল্প এবং অণু গল্পগুলো হৃদয় ছুঁয়ে যায় । কবি যদি গল্প লেখেন তবে তাঁর গল্পে একটা কাব্যিক দোলা থাকবে , যা আমরা তাঁর বেশির ভাগ গল্পে দেখতে পাই । তাঁর কলম চলুক এই বাংলা সাহিত্যের বিস্তৃত প্রান্তরে এই শুভ কামনা রইলো ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊