SER-২৩, বাঁকুড়া ২৯ডিসেম্বর : শীত মানেই ভ্রমণবিলাসীদের কাছে এক বড় পাওনা । তাই শীত পড়ার  সঙ্গে সঙ্গে একটুকরো মিষ্টি রোদ মেখে নিতে এবং সবুজ প্রকৃতির কোলে বনভোজন করতে অনেক পর্যটকই  বেছে নিয়েছেন  বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির ' 'গাংদুয়া ড্যাম্প ' ' কে।  যেখানে সবুজ বনান্তরে গাছের পাতার ফাঁকে ফাঁকে রৌদ্রেরা খেলা করে ।
আরও পড়ুনঃ  একদিকে প্রাইভেট টিউশন বন্ধের কড়া নির্দেশিকা, অন্যদিকে NTA চালুর দাবী

ছুটির দিন থাকায় এদিন সকাল থেকেই গাংদুয়া ইকো পার্কে ভীড় ছিল চোখে পড়ার মতো , এতে খুশি অস্থায়ী দোকানদাররা।   বাঁকুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটারের মধ্যেই অবস্থিত গাংদুয়া ড্যাম্প । যা বর্তমানে গাংদুয়া ইকো পার্ক নামে পরিচিতি লাভ করেছে ।

এই ড্যাম্পটিকে আরো আকর্ষণীয় করে তুলতে  সরকারী তরফে  বানানো হয়েছে স্থায়ী পার্ক। যাতে  কোনো  রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য খোলা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র , রাখা হয়েছে সিভিক ভোলেন্টিয়ার   । এছাড়াও এই এলাকাটিকে প্লাস্টিক মুক্ত এলাকা হিসাবে  ঘোষণা করেছে  স্থানীয় প্রশাসন।

পর্যটকরা জানায় , স্পীডবোট এবং রাত্রি যাপনের জন্য অতিথি নিবাসের সুবিধা পেয়ে তারা রীতিমতো খুশি ।

আরও পড়ুনঃ  একদিকে প্রাইভেট টিউশন বন্ধের কড়া নির্দেশিকা, অন্যদিকে NTA চালুর দাবী