প্রচন্ড দাবদাহে জ্বলছে অস্ট্রেলিয়া, প্রায় 45° সেন্ট্রিগ্রেড পেরোতে চলেছে পারদ l নাভিশ্বাস উঠে গেছে বন্যপ্রাণী থেকে মানবকুলের l এই প্রচন্ড দাবদাহে বিস্তৃত এলাকা জুড়ে দাবানল জ্বলছে, একদিকে প্রচন্ড তাপপ্রবাহ অন্যদিকে দাবানল এই নিয়ে পুরো হিমশিম খেতে হচ্ছে অস্ট্রেলিয়া প্রশাসনকে l 

অস্ট্রেলিয়া পুলিশ ও দমকল কর্মীরা  লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে l একটি ঘটনা সবাই কে নাড়িয়ে দিয়েছে যা এখন নেট দুনিয়ায় ভাইরাল l 

সাধারণত বন্যপ্রাণীরা মানব জাতির কাছে সাহায্য তো দূরের কথা পাশেই ঘিরতে চায় না, কিন্তু তার বিপরীত ঘটনা দেখা যাচ্ছে এই ভিডিওটিতে  - একদল সাইকেল আরোহী এই দাবানল গ্রস্ত এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিলো এই সময় তাঁদের পথ আটকায় একদল কোয়ালা, কোয়ালা সাধারণত শান্ত স্বভাবের হিংস্র নয়, তারা এতই তৃষ্ণার্ত ছিল যে তারা ইশারায় বুঝিয়ে দেয় সাইকেলে রাখা জলের তাঁদের খুবই প্রয়োজন l 

সাইকেল আরোহীরা তৎক্ষণাৎ তাঁদের তৃষ্ণা মেটায় l অনেকে এই ভিডিও দেখার পর ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে যায় ও ভয়াবহতা নিজে চোখে দেখে আসেন ও বিশ্ব উষ্ণনায়নকে দায়ী করেছেন l