নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভের জেরে অসমের ১০টি জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা । আজ সন্ধ্যে ৭ টা পর্যন্ত এই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে । লখিমপুর, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, কামরূপ (মেট্রো) এবং কামরূপ জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট।
গতকাল গোটা রাজ্যজুড়েই সকাল থেকে বিক্ষোভের চেহারা দেখা গেছে। বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। জল কামান, লাঠি চার্জ করা হয় বিক্ষোভকারীদের ওপর। একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন এবং অল অসম স্টুডেন্টস ইউনিয়ন বিক্ষোভে সামিল হয়েছে। রাস্তায় টায়ার পুড়িয়ে, স্লোগানে নানারকমভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
"সিএবি পুড়ছে, পুড়বে। কিন্তু সেটাই যথেষ্ট নয়। এই সংবিধান বিরোধী বিল রাষ্ট্রপতি রাতারাতি অনুমোদন দিতে পারেন। আমরা এর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে যেতে প্রস্তুত। অবশ্যি একসঙ্গেই আমাদের জনগণের সুপ্রিম কোর্টে যেতে হবে। জনগণনার নাম করে এনপিআর হতে দেবেন না । ট্রেনিংও নয়।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊