wbuttepa (THE WEST BENGAL UNIVERSITY OF TEACHERS' TRAINING, EDUCATION PLANNING AND ADMINISTRATION) - এর বিএড এর প্রথম সেমিস্টার  ১৯-২১ শিক্ষাবর্ষ এর পরীক্ষা শুরু হয় আজ। কিন্তু পরীক্ষার ২-৩ ঘন্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ।

পরীক্ষা শুরুর আগেই কি করে WHATSAPP এ প্রশ্নপত্র চলে আসে তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই নিয়ে কোন হেলদোল নেই কতৃপক্ষের।

প্রথম অর্ধের পরীক্ষা ছিল দুপুর  ১২টা থেকে আর দ্বিতীয় অর্ধের  পরীক্ষা দুপুর ২ টা থেকে। অথচ সকাল ১১ টার দিকেই প্রথম অর্ধের পরীক্ষার প্রশ্নপত্র WHATSAPP এ যেমন ঘোরাঘুরি করতে দেখা গেছে তেমনি দ্বিতীয় অর্ধের প্রশ্নও পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়ে যায় বলে সূত্রের খবর।

এই বিষয়ে খোঁজনিতে wbuttepa এর অফিসে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। 

গতবছরও একই অবস্থা হয়েছিল বলে জানা গেছে। অথচ কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। নতুন সিস্টেমের এই বিএড পরীক্ষা কার্যত প্রহসনে পরিণত হয়েছে বলে ছাত্রছাত্রীদের অভিমত।