SER-20 :   বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করলো  আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রাম পলাশ বাড়ির স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত পথ বিশেষ বিদ্যালয়। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, অভিভাবক, সোনাপুর  পুলিশ ফারি এবং পলাশ বাড়ির পুলিশ এর দায়িত্ব প্রাপ্ত আধিকারিক। 

পথ বিদ্যালয়ের  এর পক্ষ থেকে শোভা যাত্রা বের করে পলাশ বাড়ি বাজার এলাকায় পরিক্রমা করা হয়। এই শোভাযাত্রায় প্রায় 150 জন প্রতিবন্ধী অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, সমাজের বিশিষ্ট ব্যক্তি অংশ গ্রহণ করে।  এরপর বিশেষ শিক্ষার্থী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

এলাকার কিছু সমাজের মূল স্রোতে আসার জন্য কয়েক জন কে সন্মান প্রদান করা হয়।সেইসাথে শিক্ষার্থীদের মধ্যে যেমন খুশি সাজার জন্য শুভঙ্কর বর্মন কে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হ্যাকিংস  সাজানোর জন্য সন্মান প্রদান করা হয়। এছাড়াও তাঁদের সমস্যা এবং সরকারি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন সমাজ সেবি রতন চৌধুরী, বিনায়ক নন্দী এবং শিক্ষক বিনয় কুমার মজুমদার,  জয়ন্ত বর্মন, স্বাস্বতী রায় প্রধান। সংস্থার কর্ণধার জানান যে আমাদের অর্গানাইজেশন প্রতিবন্ধী পাশে আছেন এবং থাকবেন।