রাজ্যের প্রায় 33 হাজার VRP.,2015 সালে সম্পূর্ণ সরকারী নিয়ম নির্দেশে পরীক্ষা দিয়ে,সোসাল অডিটের কাজে নিযুক্ত হয় Village Resource Person” এর পদে। পরবর্তীতে সারা বছর কাজ ও মাসিক মাহিনার দাবীতে বিভিন্ন দপ্তরে দপ্তরে স্মারকলিপি,ডেপুটেশন, আবেদন,নিবেদন করতে থাকে VRP রা দীর্ঘ 4 বছর ধরে। তারই ভিত্তিতে মুখ্যমন্ত্রী সোসাল অডিটের কাজের সাথে V.B.D.C.P “পতঙ্গ বাহিত রোগ নির্মূল সার্ভের কাজ” যোগ করেন vrp দের। কিন্তু সোসাল আডিটের দৈনিক পারশ্রমিকের হারে বেতন না দিয়ে,মাত্র 150 টাকা পারিশ্রমিকে সপ্তাহে 5 দিন,মাসে 20 দিন-=3000 টাকা দেওয়া হয়।এই টাকা পেতে 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হয়।এই টাকার বেশীর ভাগ অংশ VRP দের বাড়ি বাড়ি VBDCP এর সার্ভের কাজের জন্য যাতায়াত (ভাড়া)খরচ হয়ে যায় বলে সংগঠন সূত্রে জানা যায়।
এই চরম বর্ধিত দ্রব্য মূল্যের বাজারে “গ্রামীণ সম্পদ কর্মী”দের সংসার চালান কোন ভাবেই সম্ভব হচ্ছে না।চরম দুঃখ দূর্দশা ও সংকটের মধ্যে ভি আর পি দের দিন কাটাতে হচ্ছে, রাজ্যের 33 হাজার শিক্ষিত যুবক/যুবতী’দের। সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের শুভাকাঙ্খী, কোচবিহার জেলা উপদেষ্টা কমিটির সদস্য তথা দিনহাটা ২নং ব্লক সভাপতি VRP রফিক মিঞা বলেন,সরকার বাহাদুর কে মাসে ন্যূনতম 15 হাজার টাকা বেতন দিতে হবে। এর আগেও আমরা VRP রা,অমাদের সমস্যার কথা তূলে ধরতে ব্লকে ব্লকে,বিভিন্ন জেলায় জেলায় ডি এম ডেপুটেশন করেছি।6 ই সেপ্টেম্বর 2018 তে কোলকাতা রাসমনিতে প্রকাশ্য সমাবেশ করেছি।15 ই ফ্রেব্রুয়ারি 2019 নবান্ন অভিযান করেছি।VRP দের মাসিক বেতন চালু করার দাবীতে পথে নেমেছি।আমদের দুঃখ দূর্দশা ও সমস্যার কথা বার বার জানিয়েছি!সরকার কোন সমস্যার সমাধান করেনি। আমরা আমাদের 33 হাজার VRP এর সমস্যার কথা তুলে ধরতে,আজ আবার কোলকাতা মহানগরীতে জমায়েত হয়ে,নিজেদের 7 দফা দাবী পূরণের লক্ষ্যে প্রকাশ্যে সমাবেশ করলাম।
তিনি আরও জানান-সমাবেশের মধ্যে দিয়ে VRP প্রতিনিধি দল,মাননীয়া মুখ্যমন্ত্রী,মাননীয় রাজ্যপাল ও মাননীয় পঞ্চায়েত মন্ত্রী কে ডেপুটেশন সহ স্মারকলিপি প্রদান করা হয় ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামারুজ্জামান,মানব অধিকার কমিশনের সাধারণ সম্পাদক ছোটন দত্ত, বুদ্ধিজীবী মিরাতুন নাহার, ভি আর পি সংগঠনের রাজ্য সভাপতি মিজানুর রহমান, সম্পাদক হরিসাধন মহাশয়,ভি আর পি সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি ইলিয়াস আলম, সম্পাদক অমিত সরকার, কোষাধ্যক্ষ সুজাউদ্দিন মল্লিক আহমেদ, এবং সমস্ত জেলার জেলা কমিটি সহ প্রায় ২৫হাজার ভিআরপি।
বিস্তারিত শুনুন ভিডিওতে-
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামারুজ্জামান,মানব অধিকার কমিশনের সাধারণ সম্পাদক ছোটন দত্ত, বুদ্ধিজীবী মিরাতুন নাহার, ভি আর পি সংগঠনের রাজ্য সভাপতি মিজানুর রহমান, সম্পাদক হরিসাধন মহাশয়,ভি আর পি সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি ইলিয়াস আলম, সম্পাদক অমিত সরকার, কোষাধ্যক্ষ সুজাউদ্দিন মল্লিক আহমেদ, এবং সমস্ত জেলার জেলা কমিটি সহ প্রায় ২৫হাজার ভিআরপি।
বিস্তারিত শুনুন ভিডিওতে-
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊