pic source: mamata banarjee fb |
গত ৩০ অক্টোবর নিহত হন কামারুদ্দিন শেখ, মুর্সালিম শেখ, মহম্মদ রফিক, নিজামুদ্দিন শেখ, মহম্মদ রফিকুল শেখ। খবরে প্রকাশ- সশস্ত্র জঙ্গিরা কুলগামের কাতরাসু গ্রামে হানা দেয়। সেখানে যে ভাড়া বাড়িতে মুর্শিদাবাদের এই শ্রমিকরা থাকতেন সেখানে হানা দেয় জঙ্গিরা। এরপর আপেল ব্যবসার সঙ্গে যুক্ত এই শ্রমিকদের বাড়ি থেকে বের করে জঙ্গির দল।প্রায় ২০০ মিটার দূরে নিয়ে গিয়ে শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা।
কাশ্মীরে নিহত পাঁচজন বাঙালি শ্রমিকের পরিবার পরিজনের সঙ্গে দেখা করে তাঁদের আর্থিক সাহায্য প্রদান এবং রাজ্য সরকারের 'সমর্থন' প্রকল্পের আওতাভুক্ত করার পাশাপাশি বাংলা আবাস যোজনার অন্তর্ভুক্ত করে তাঁদের গৃহ নির্মানের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
pic source: mamata banarjee fb |
তিনি জানান- "বাংলার ভাইয়েরা বাংলার হৃদয়, বাংলার সরকার সবসময়ই তাদের পাশে আছে। এই দুঃসময়ে আমরা তাঁদের আশা-ভরসা-বিশ্বাস হয়ে তাঁদের পাশে রইলাম। এমন অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক, বাংলাই সকলের আদর্শ আশ্রয়।"
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊