Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রায় ১০ ঘন্টা কেটে গেলেও এখোনো প্রেমিকাকে ফিরে পাওয়ার আশায় সিভিক ভলান্টিয়ার


সংবাদ একলব‍্য, ওকড়াবাড়ী, ৫ই নভেম্বর: এদিন ওকড়াবাড়ীর রামপ্রসাদে সকাল ১০টা ৪০মিনিট ধর্নায় বসা প্রেমিক তাপস রায় এখন রাত প্রায় ৯টা বাজলেও নিজের অবস্থানেই অনড়। এখনো প্রেমিকা  বাড়ির সামনেই বসে রয়েছে। সারাদিন কিছু না খেয়ে সে অপেক্ষারত তার প্রেমিকার জন‍্য। তাপস জানায়, মেয়েকে মেয়ের বাড়ির লোক সরিয়ে রেখেছে। কোথায় সড়িয়ে রেখেছে তা সে জানে না। বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ নেই মেয়ের। অবশেষে পথ হিসাবে ধরনা বেছে নেয় সে। আরো জানায়, মেয়ের বাড়ির পক্ষ থেকে এখোনো কোনো সিদ্ধান্ত জানায়নি তাকে কিন্তু ওকড়াবাড়ী অঞ্চলের প্রধান ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে জানায় আগামীকাল সকাল ৮টায় তার সঙ্গে আলোচনা করবে, এই আশ্বাস দেন। তারপরেও, তাপস তার প্রেমিকাকে না পাওয়া পর্যন্ত নিজ সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানায়।
বিস্তারিত শুনুন ভিডিওতে-



like our facebook page

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code