দেশের ক্রেতা মূল্যসূচক বা সিপিআই এর উপর ভিত্তি করে এ রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বকলমে স্যাট। স্যাট রায়ে জানিয়েছিল, কত ডিএ বকেয়া, নির্ধারণ করতে হবে ৩ মাসের মধ্যে আর দিতে হবে ৬ মাসের মধ্যে! রাজ্য সরকার দেরি করছিল বলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে নবান্নে মুখ্য সচিব মলয় দে ও অর্থ সচিবের কাছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ের সার্টিফাইড কপি জমা দেন মামলাকারী তথা কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
মলয় মুখোপাধ্যায় তখন জানান- রাজ্য সরকার এতটাই উদাসীন ২৬শে জুলাই থেকে এতদিন হয়ে যাওয়ার পরেও রায়ের সার্টিফায়েড কপিটাই তোলেনি, তাই বাধ্য হয়ে আমরাই তা জমা করলাম।
আদালতের দেওয়া তিন মাসের চূড়ান্ত সীমায় সময় পেরিয়ে গেলেও মহার্ঘ ভাতা সংক্রান্ত নীতি নির্ধারণ করতে পারেনি রাজ্য সরকার৷ আর তার জেরেই কর্মচারী সংগঠনের দায়ের করা আদালত অবমাননার মামলায় ফের রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলরাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট৷

আজ ডিএ মামলার শুনানিতে স্যাট যে নির্দেশ দিয়েছে তা  নিম্নরূপ-
  • মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়মুখোপাধ্যায় যে আদালত অবমাননার(Contempt of court) অ্যাপ্লিকেশন স্যাটে গত ৩১শে অক্টোবর ফাইল করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের একটা কপি আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে । সত্যিই আদালত অবমাননা হয়েছে কিনা তার বিচার আগামী শুনানিতে(শুরু)হবে । 
  • গত ২৬শে জুলাই স্যাট যে রায় দিয়েছিলেন সেই রায় ফের স্যাট যাতে পুনর্বিবেচনা করে দেখে তার জন্য রাজ্য সরকার স্যাটের কাছে ঐ৩১শে অক্টোবরের দিনই আর্জি জানায় । এই আর্জিই হলো রিভিউ পিটিশন । এই রিভিউ পিটিশনের একটা কপি রাজ্য সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কাছে জমা দিতে হবে ।
  • নিয়মানুযায়ী এই রিভিউ পিটিশন রায় ঘোষণা হওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে ফাইল করতে হয় । তাই গত ২৬শে জুলাই রায় ঘোষণা হওয়ার পর রাজ্য সরকার এক মাস অর্থাৎ ২৬শে আগষ্টের মধ্যে ঐআর্জি জানালে সেটা স্যাট সরাসরি গ্রহণ করত। কিন্তু গত ৩১শে অক্টোবর যেদিন মলয়বাবু আদালত অবমাননার মামলা করতে স্যাটে গেলেন সেদিনই রাজ্য সরকার স্যাটের দেওয়া রায়টা রিভিউ বা পুনর্বিবেচনা করার জন্যে স্যাটে গেলো । অর্থাৎ তারিখের হিসাবে দুমাস দেরি করে ফেলেছে । তাই আজ স্যাট বলেছে এই দুমাস দেরি কেন হলো তার উপযুক্ত কারণ দর্শাতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে । যদি রাজ্য সরকারের দর্শানো সেই কারণ সত্যিই যুক্তিসঙ্গত হয় তবেই স্যাট রিভিউ পিটিশনে রাজ্যের আর্জি গ্রহণ করবে  এবং রায় পুনর্বিবেচনা করার জন্য স্যাট ভাববে । আর যদি দেরির কারণটা যুক্তিসঙ্গত না হয় তাহলে সেই রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আর্জি স্যাট খারিজ করে দেবেন ।
এবিষয়ে কনফেডারেশণ অব্ স্টেট গভঃএমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আজ ডিএ মামলায় আমাদের আদালত অবমানার পিটিশন সরকারকে দু সপ্তাহের মধ্যে সার্ভ করতে নির্দেশ দেয়৷ পরবর্তী মামলাটির শুনানি ০৯ ডিসেম্বর৷ দ্বিতীয় বিষয়: সরকারের রিভিউ পিটিশন আজ মাননীয় ট্রাইবুনাল গ্রান্ড করেননি। ট্রাইবুনাল সরকারকে মনে করিয়ে দেয়, রিভিউ পিটিশন ১ মাসের মধ্যে দাখিল করতে হয়।যা করা হয় নি। সেকসন ৫ মোতাবেক স্যাটে প্রে করে মামলা কারিদের কপি সার্ভ করতে হবে। ওই দিন ০৯ ডিসেম্বর তা শুনানির মাধ্যমে বিচার করা হবে৷’’