শিক্ষিত বেকার ছেলে মেয়েদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে জীবনদিশা সেন্টার অফ এক্সলেন্স। গত তিন বছর ধরে বুড়িরহাট, গোবরাছড়া, সাহেবগঞ্জ, তুফানগঞ্জ নয়ারহাট ইত্যাদি জায়গার মত 60 টিরও বেশি শিক্ষামূলক শাখা বিভিন্ন অনুন্নত জায়গায় জীবনদিশা সেন্টার অফ এক্সলেন্স নামক বৃহত্তর পরিবার অনবরত সমাজের ছাত্র- ছাত্রীদের ভ্যালু বেসড এডুকেশন দেওয়ার জন্য কাজ করে চলছে।
নিজ এলাকায় জীবনদিশা সেন্টার অফ এক্সলেন্স এর শিক্ষামুলক শাখা(Coaching Centre) খুলে মাসে ১০০০০- ১৫০০০ টাকা রোজগার করুন।
ফর্ম ফিলাপের জন্য বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
9614317645, 7699096869, 9800277530
যোগাযোগের ঠিকানাঃ
মূল্যবোধ NGO অফিস, ইউনাইটেড ব্যানক বিল্ডিং এর পাশে, মেইন রোড, দিনহাটা
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊