Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিলীপ ঘোষের সফরের আগেই রনক্ষেত্র সোদপুর


সোদপুর, ৩০শে নভেম্বর: ঘোলায় একটি বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে, তা পর্যবেক্ষনে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু দিলীপ ঘোষ যাওয়ার আগেই রনক্ষেত্র সোদপুর। তৃণমূলকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, কালো পতাকা, কালো ব‍্যাচ পড়ে গো ব‍্যাক স্লোগান দিতে থাকেন । এর পাল্টা বিজেপি কর্মীরা একটা মিছিল বের করেন। 


এতেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়। কিছু দোকান ও বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামলাতে নামে র‍্যাফ।

Ad Code