ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে রাজ্যের ডিগ্রি কলেজ, বিএড কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজগুলিতে ১৭১জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে।
আবেদনের সীমা: অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখ হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিসট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ভাল অ্যাকাডেমিক রেকর্ড সঙ্গে ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে।
আবেদনের ফি: ২১০ টাকা (এস সি, এসটি, পিএইচ বাদে)।
এস সি, এস টি ও পি এইচ এর কোনোরুপ ফি লাগবে না।
আবেদন জমার পদ্ধতি: অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি দেওয়া যাবে এবং অফলাইন চালানের
ব্যবস্থাও রয়েছে। অনলাইন আবেদনের ফি দেওযা যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।
বেতনক্রম: পে ব্যান্ড ওয়ান অনুযায়ী মূল বেতনক্রম ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৬০০০ টাকা।
আবেদন করতে হবে http://pscwbapplication.in
Social Plugin