গত আগস্ট মাসে উওরপ্রদেশের মির্জাপুরের এক স্কুলের মিড ডে মিলে পড়ুয়াদের শুধু নুন দিয়ে রুটি খাওয়ানোর ছবি সামনে আসতেই সোস্যাল মিডিয়ায় আলোড়ন ওঠে। আবার সেই উওরপ্রদেশেই সোনভদ্রের একটি স্কুলে এক লিটার দুধ জলে মিশিয়ে ৮১জন পড়ুয়াকে খেতে দেওয়ার ভিডিও  সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র আলোড়ন সৃষ্টি হয় নানা মহলে।

     ভিডিতে দেখা যায় একটি অ্যালোমিনিয়াম পাএে এক বালতি জলের মধ্যে একটি এক লিটার দুধের প্যাকেট কেটে ঢেলে দিলেন এক মহিলা। দুধ মেশানো সেই জল অর্ধের গ্লাস ভর্তি করে পড়ুয়াদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

দেখুন সেই বিতর্কিত ভিডিও-