আবার চাঁদের মাটি ছোঁয়ার সংকল্প নিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ বিবৃতি জারি করে ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী বছর নভেম্বরে চন্দ্রযানের পরিকল্পনা করা হচ্ছে৷ অভিযানের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে একটি উচ্চপর্যায়ের কমিটি৷ কমিটির প্রধান করা হয়েছে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস সোমনাথকে৷ কমিটি চন্দ্রযান-৩’এর একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেছে৷
ইসরোর এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আগামী বছর নভেম্বরে চাঁদের মাটি স্পর্শ করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ উচ্চপর্যায়ের কমিটি রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে৷ কমিটিকে বলা হয়েছে, নভেম্বরে ভাল সুযোগ রয়েছে৷ তাই সেই মতো রিপোর্ট তৈরি করা হোক৷ চেষ্টা করা হচ্ছে, চন্দ্রযান-২এর ক্ষেত্রে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছিল, সেগুলি এড়িয়ে করা হবে নয়া প্রস্তুতি৷ রোভার, ল্যান্ডার ও বিক্রমের অপারেশন আরও নিখুত করার চেষ্টা চলছে৷ কী কারণে চন্দ্রযান-২-এর সফট ল্যান্ডিং হয়নি৷ ইসরো একটি রিপোর্ট তৈরি করেছে, ভুল ত্রুটি খুঁটিয়ে বিশ্লেষণ করা হচ্ছে৷
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি-সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহীত।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊