pic source:dna india

শনিবার অযোধ্যা মামলার রায়দানের  আগে শান্তিরক্ষার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দিতে করা একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, “অযোধ্যা মামলার রায় কারও জয় বা পরাজয় হবে না”, পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, “সম্প্রীতি রক্ষা করা” দেশবাসীর সবার আগে কর্তব্য। শনিবার সকাল ১০.৩০ এ প্রধানবিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার রায়দান হবে।





like our facebook page for more update