গতকাল নদীয়া জেলায়   All post graduate teachers welfare association এর জেলা কমিটি গঠন হয়। সংগঠনের দ্রুত রেজিস্ট্রেশন পাওয়া এবং রেজিস্ট্রেশন প্রাপ্তির সাথে সাথেই বিকাশ ভবনে বিভিন্ন ইস্যুতে ডেপুটেশন এর ব্যবস্থা করায় মিটিং এ রাজ্য নেতৃত্বের প্রশংসা করা হয় । আগামী দিনে সদস্য সংগ্রহের দায়িত্ব বন্টন করে সংগঠন কে ছড়িয়ে দেবার অঙ্গীকার করেন সদস্যগন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যকমিটির সদস্য ড. দিব্যেন্দু দে।

এই জেলায় সম্পাদক মনোজ মন্ডল, যুগ্ম সহ সম্পাদক তাপস বিশ্বাস, প্রণব রঞ্জন মজুমদার, সভাপতি জ্যোতির্ময় মন্ডল,যুগ্ম সহ-সভাপতি অরবিন্দ বিশ্বাস, সজল সরকার, কোষাধ্যক্ষ বিপ্লব সরকার, সহ কোষাধ্যক্ষ অমিত সেনগুপ্ত দায়িত্ব প্রাপ্ত হন।

এছাড়া উপস্থিত ছিলেন- শিপল বিশ্বাস, বাবলা দাস, অয়ালিউদ্দিন সেখ, অরূপ সাহা, সৌরভ বিশ্বাস, পল্লব তিয়ারি, শেলি বিশ্বাস, অপরাজিতা চক্রবর্তী, চম্পা বিশ্বাস, স্বাগতা দেবনাথ, পারিজাত শিভা প্রমূখ। 

সম্পাদক মনোজ মন্ডল জানান- "প্রাথমিক ভাবে ঠিক হয়েছে দুটি পৃথক মামলা করা হবে... 1) স্টাফ প্যাটার্ন 2) CAS চালু (PGT স্কেল এর ব্যপারটা যুক্ত হবে কিনা সেটা বিবেচনাধীন)।"

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update