আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২১শে নভেম্বর – ওকড়াবাড়ী নামটার সাথে জড়িয়ে আছে খেলাধূলা জগতের অনেক উজ্জ্বল নক্ষত্রের নাম। কোচবিহার জেলা ক্রীড়া বিভাগে ওকড়াবাড়ী নব প্রগতি সংঘ একটি উল্লেখযোগ্য সংঘ। ভাওয়াই শিল্পী আয়েসা সরকারের পূন্যজন্মভুমিতে অজিত বর্মণ নামের সাদা পোশাক পরিধি মানুষটি সারা কোচবিহার জেলার কাছে একটি আইকন। তাঁর নেতৃত্বে ও প্রশিক্ষণে কোচবিহার জেলা রাজ্য, দেশে খেলতে যায় এবং পুরষ্কার নিয়ে আসে। এদিন ওকড়াবাড়ীর ফলিমারী রেল স্টেশনের মাঠে ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ওকড়াবাড়ী অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মাননীয় নুর আলম হোসেন। উপস্থিত ছিলেন ওকড়াবড়ী অঞ্চলের প্রধান মাননীয় রেনুকা বিবি ও উপপ্রধান মাননীয় মিলন সরকার । এছাড়াও, ওকড়াবড়ী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দদের মধ্যে হাসানুর জামান পটলা মহাশয়, শাহনাজ পাঠোয়ারী(বাবু) মহাশয়, মিঠু রহমান, পঞ্চায়েত নাসির আহমেদ মিনাজ সহ আরও অনেকে । প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকামণ্ডলীর উপস্থিত ছিলেন এদিন। এদিনের খেলাধুলার এই প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অধীর আগ্রহে অংশগ্রহণ করে প্রতিটি ইভেন্টে। মাননীয় অজিত বর্মনের উজ্জ্বল উপস্থিতি এই খেলার আসরকে অন্যমাত্রায় পৌঁছে দেয়। এদিন মাঠের কানায় কানায় ভর্তি দর্শকবৃন্দ ছাত্র ছাত্রীদের উৎসাহিত করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊