সংবাদ একলব্য, কলকাতা: ভালোবাসা, প্রেম আর বিরহের নতুন মোড়কে মুক্তি পাবে বাংলা ছবি LOVE ২০/২০। জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ শুধু ভালোবাসার জন্য বেঁচে থাকে। কারন একজন মানুষের জীবনে ভালোবাসা হল সবচেয়ে মুল্যবান। কিন্তু সেই ভালোবাসা যে কখন অভিমানে পরিনত হবে, সেটা কে বা জানে! হ্যাঁ, ঠিক এমন এক গল্প নিয়ে আসছে পরিচালক চন্দ্রজীৎ পাত্র। ছবিটি মুক্তি পাবে যুগ্লি ফিল্মস এর ব্যানারে। প্রযোজনা করেছেন রাজেন্দ্র দাস। 
ছবির হিরো রাজ মুম্বাই এ থাকে। কিন্তু কাজের জন্য কলকাতা শহরে আসে। এই ভালোবাসার শহরে দেখা হয় তার ভালোবাসার সাথে। প্রেম আর ভালোবাসার নতুন ছন্দে বয়ে যায় ছবির মূল গল্প। কিন্তু হঠাৎ জীবনে আসে এক অন্য স্রোত। জীবনের গতিপথে দেখা মেলে অন্য এক মানুষের সাথে। তাহলে কি জীবন পথে দেখা যাবে অন্য সুর? নাকি নেমে আসবে জীবনে বিসাদের গতিপথ। এই সবকিছুর উওর মিলবে বাংলা ছবি LOVE ২০/২০ তে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুমনা দাস। এর আগে তাঁকে দেখা গিয়েছে নানা বাংলা ছবি ও মেগা সিরিয়ালে। আর এভাবে এক ভিন্ন চরিত্রে এই ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া ছবিতে একটি প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা অভীক ভট্টাচার্য কে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা খরাজ মুখার্জি। ছবিতে হিরোর অভিনয়ে অভিনয় করেছেন রাজ। যার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রুপাঞ্জলী ও সায়ন্তনী। এছাড়া ছবিতে রয়েছেন রাজু মজুমদার, দেবাশীষ গাঙ্গুলি, ক্যন্ডি দাস।
ছবিতে এছাড়া রয়েছে আরো বহু নতুন মুখ। তবে এটাই বলাবাহুল্য ভালোবাসা আর বিরহের নতুন ছন্দের এই ছবি মানুষের মনে দাগ কাটবে।




like our facebook page for more update