শুভাশিস দাশ : একদিকে যখন জল সংরক্ষণ নিয়ে ব্যাপক প্রচার শুরু হয়েছে ঠিক তখনই দিনহাটার  একদম প্রাণ কেন্দ্র কাছারির সামনে রাস্তার পাশে জলের পাইপ ফেটে অনবরত জল নষ্ট হচ্ছে । এই এলাকাতেই রয়েছে মহকুমা শাসকের করণ । এলাকার এক জনৈক দোকানদার বললেন এই জলের পাইপ দিয়ে  নবমীর দিন থেকেই জল নষ্ট হচ্ছে ।প্রশ্ন উঠছে এই জলের দায়িত্বে যাঁরা আছেন তাঁরা কী করছেন ? এ প্রশ্ন এখন সবার মুখে মুখে ফিরছে । অবিলম্বে এই জল অপচয় বন্ধের দাবি উঠেছে ।