সংবাদ একলব্য, 17 অক্টোবর :
NVP/NVSP মাধ্যমে ভোটার ভেরিফিকেশন ও ডকুমেন্ট দাখিল করা বাধ্যতামূলক নয় বলে সাংবাদিক সম্মেলনে জানালেন ডেপুটি কমিশনার সুদীপ জৈন l একই সঙ্গে তিনি জানান, নিজের তথ্য যাচাই করে নিলে আখেরে সুবিধা হবে ভোটারদেরই। নামের বানান, ঠিকানার ভুল ঠিক করে নিতে পারবেন তাঁরা।
1লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভোটার ভেরিফিকেশন প্রোগ্রাম নানা জল্পনা সারা দেশ জুড়ে শুরু হলেও পশ্চিমবঙ্গে এর অন্য প্রভাব পরে l নরক এর আতঙ্কে ভুগছে শহর থেকে গ্রাম বাংলা, এই অস্বস্থির কিছুটা লাঘব করলো সুদীপ জৈনের আজ এই বিবৃতি l সাংবাদিক সম্মেলনে তিনি জানান NRC অথাৎ জাতীয় নাগরিক পাঞ্জির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, পরিবারের প্রত্যেকের প্রমান পত্র দাখিল বাধ্যতামূলক নয় l শুরু থেকে অনলাইন সাবমিট এর ক্ষেত্রে অনেক ত্রুটি দেখা যায়, OTP সময় মত আসতো না, এলেও কাজ করতো না, ডকুমেন্ট সাবমিট হতো না, ভুল সংশোধন করলেও রেফারেল নম্বর আসতো না, রেফারেল নম্বর দিয়ে স্ট্যাটাস সার্চ করলে দেখা যেতো না এর জন্যে অনলাইন ক্যাফে গুলিতে লোকের লম্বা লাইন পড়ে যেতো, মানুষ হয়রানির স্বীকার হয় l ডেপুটি কমিশনার আরও জানান যে BLO এর মারফত বাড়ি বাড়ি গিয়ে কিভাবে এই নির্বাচন এর কাজ করা যায় তা নিয়ে আলোচনা চলছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊