মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৭ই অক্টোবর : 
আজ বেলা ১২টা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রাজ্য সড়ক ১২ নম্বরের রাজারহাট মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় ১ জনের। এলাকাবাসী বিপ্লব রায় জানান  প্রায় বেলা ১২টা নাগাদ একটি অলটো গাড়িকে খুব দ্রুত বেগে কোচবিহারের দিক থেকে আসতে দেখা যায়। সেই গাড়িটি সোজা এসে  রাস্তার পাশে পার্কিং করা একটি লড়ি গাড়িতে  ধাক্কা মেরে দেয়। যার ফলে সাথে সাথে মৃত্যু হয় অলটো চালকের। 
যদিও PW রোড়ের পাশে গাড়ি পার্কিং করা নিষেধ রয়েছে এবং পুলিশের তরফে অনেক কয়েকবার জানানো হয়েছে কিন্তু কোন লাভ হয়নি। বিভিন্ন মাল ভর্তি  লড়ি সেই স্থানে পার্কিং করে,  যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে হলো চালককে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। 
গাড়িতে মহিলা ছিল ২জন, বাচ্চা  ২ জন, এবং চালক সহ পুরুষ ছিল ২জন- প্রত্যেকেই গুড়তর আহত হয়ে হাসপাতালে ভর্তি।