Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদায়-ভগবতী দাস


বিদায়
ভগবতী দাস

ঢাকের কাঠির সুর বাজিয়ে
মা এসেছিল বাপের ঘরে
অনেক আশা নিয়ে।
চারটি দিন আনন্দেতে মা,
ছিল মোদের ঘরে।।
হাসি মজা হইহুল্লরে মেতে ছিল মন।
হঠাৎ করে,
নবমী পরতেই এলো বিষাদ সুর!
চারিদিকে সিঁদুর খেলা,
আর কান্না স্বর।
রাঙা ভাবেই মা যে মোদের
যাবে শ্বশুর ঘর।
অপেক্ষা যে আবার মোদের,
মা আসবে পরের বছর।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code