বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কোতুলপুর থানার স্বপ্ননীড় ক্রীড়া ও সংস্কৃতি সংঘের পরিচালনায় লেগো অঞ্চলের আর কে আর বি বিদ্যাপীঠে  ২৩ শে অক্টোবর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সহযোগিতা করেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর । প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকের কর্মসূচী সফলতা লাভ করে ।সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করতে এগিয়ে আসেন ও রক্ত দান করেন লেগো অার কে অার বি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী তন্ময় রায় মহাশয়, শিক্ষিকা কুমকুম ব্যানার্জিগোস্বামী ,শিক্ষক আশিস ভট্টাচার্য । রক্তদাতাদের মধ্যে সিংহভাগই ছিল যুবক-যুবতী । লেগো গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে স্বপ্ননীড়ের কর্মকর্তা ও সদস্যদের এবং সর্বোপরি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক পার্থবাবুকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন । এই রক্তদান শিবিরে মোট ৫৭ জন রক্তদাতার রক্ত দান করেন । এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন লেগো গ্রাম পঞ্চায়েতের প্রধান ও লেগো আর কে আর বি বিদ্যাপীঠের সভাপতি মাননীয় শ্রী শিব শংকর রায় তিনি বলেন " আমাদের অঙ্গীকার , রক্ত দিব । জীবন বাঁচাব,মানুষের মাঝে বন্ধন তৈরি করব। আগামী দিনে আমরা আর ও বড় উদ্যোগ গ্রহণ করব এই আশা রাখি" ।প্রাকৃতিক দুর্যোগের জন্য স্বপ্ননীড়ের চূড়ান্ত পর্যায়ের ব্রতচারী প্রদর্শিত হবে লেগো আর কে আর বি বিদ্যাপীঠের ফুটবল গ্রাউন্ড মাধবগঞ্জে আগামী ৩রা নভেম্বর বৈকাল-৩ ঘটিকায়।