ছবিঃ প্রতীকী 


রাজ্যে পুনরায় ফিরে আসতে চলেছে ছাত্রভোট। দীর্ঘ আড়াই বছর পর অবশেষে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোটের সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। আপাতত চারটি বিশ্ববিদ্যালয়ে এই ভোটের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যাদবপুর, রবীন্দ্রভারতী, প্রেসিডেন্সি ও ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়।

শিক্ষা দফতরেরর তরফে জানানো হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনও কলেজ নেই তাদের মধ্যে এই চারটি বিশ্ববিদ্যালয়েই হতে চলেছে এই ছাত্রভোট। তবে কবে নাগাদ এই ভোট হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সূত্র জানাচ্ছে, আপাতত এই চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের সিদ্ধান্ত নেওয়া হলেও বাকি বিশ্ববিদ্যালয় যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি, উত্তরবঙ্গের মতো বিশ্ববিদ্যালয়গুলিতে ভবিষ্যতে ছাত্রভোট করার কথা মাথায় রেখেছে শিক্ষামন্ত্রক।

উল্লেখ্য, রাজ্যে বহুদিন ধরেই বারবার ছাত্রভোটের দাবি উঠে এসেছে। যাদবপুর-প্রেসিডেন্সির মত বিশ্ববিদ্যালয়ে তো বটেই, পাশাপাশি বেশ কিছু কলেজেও ছাত্রভোটের দাবিতে আন্দোলন শুরু করেছিল বাম ও গেরুয়া শিবির। লোকসভা ভোটে তৃণমূলের প্রতাপ কিছুটা খর্ব হওয়ার পরেই এই আন্দোলনের ধার আরও বেড়েছিল। এবার সেই সব ইস্যুকে মাথায় রেখেই ছাত্রভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে চলল শিক্ষা দফতর।

অনেকে  বলছেন প্রশান্ত কিশোরের পরামর্শেই এরকম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁর বুদ্ধিতেই হয়তো  গণতান্ত্রিক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।