স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের বিরুদ্ধে বড় রকমের পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাঁকে শোকজ নোটিশ ধরান হয়েছে। এক সূত্রের দাবি, সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ-প্রাথমিকের মেধাতালিকা। আর সেই তালিকা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। শিক্ষক নিয়োগ ঘিরে এই জটিলতার মধ্যেই ছুটিতে আছেন চেয়ারম্যান। কাকে জানিয়ে ছুটি নিলেন তিনি? জানতে চেয়েছে রাজ্য শিক্ষা দফতর। আর এই কারণে তাঁকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে এত অভিযোগই বা উঠছে কেন ? নিয়োগ নিয়ে এত অভিযোগের পরেও কী করে ছুটিতে রয়েছেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তর চাওয়া হল চেয়ারম্যানের কাছে ৷ সৌমিত্রবাবুকে দ্রুত ফিরতে নির্দেশ দিল স্কুলশিক্ষা দফতর ৷