ধুপগুড়ির অনন্তের পর একাধিক ধর্ণা কান্ড দেখেছে উত্তরবঙ্গ। গতপরশু সন্ধ্যায় উত্তরবঙ্গের একদম প্রান্তিক শহর দিনহাটায় প্রেমিকাকে বিয়ের দাবিতে ধর্ণায় বসে শিমুল রায় সন্ধ্যা ৭ টার দিকে। 
ধর্ণার আধ ঘন্টা যেতে না যেতেই মেয়ের বাড়ির লোক আলোচনায় বসে । এবং কথায় বলে 'মিয়াঁ বিবি রাজি তো কেয়া করেগা কাজি' আর এখানে হলও তাই। চার হাত এক হয় সেদিনই।

শিমূলের সাফল্যের পর আজ দিনহাটার  গোসানীরোডে গতকাল ধর্ণায় বসেছিল শুভ। ৬ বছরের প্রেম ফিরে পাওয়ার দাবিতে।কিন্তু প্রেমিকা বাড়িতে না থাকায় ধর্ণা ছেড়ে চলে আসে কিছুক্ষণ পর।



আজ আবার দ্বিতীয় দফায় ধর্ণায় বসলো  দিনহাটার প্রেমিক শুভ ।
গতকাল ছেলের বক্তব্য মেয়ের বাড়ি থেকে জানবার পর বলে সরকারি চাকরি জোগাড় করতে। কিন্তু ছেলে শুভ জানায় - 'এযুগে ভগবান পাওয়া গেলেও সরকারি চাকরি পাওয়া যায়না।' আজও একই বিষয় এবং ৬ বছরের প্রেম ফিরে পাওয়ার দাবিতে ধর্ণায় শুভ মহন্ত।
মেয়ের কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে এই ধর্ণা কান্ড নিয়ে জনসাধারনের মনে একদিকে যেমন কৌতুহল রয়েছে তেমনি অপরদিকে শুরু হয়েছে বিরূপ সমালোচনা।

ভিডিওতে বিস্তারিত-




বিস্তারিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে-