দিনহাটা ধর্ণা কান্ডে নতুন মোড়।
ধুপগুড়ির অনন্তের পর একাধিক ধর্ণা কান্ড দেখেছে উত্তরবঙ্গ। গতপরশু সন্ধ্যায় উত্তরবঙ্গের একদম প্রান্তিক শহর দিনহাটায় প্রেমিকাকে বিয়ের দাবিতে ধর্ণায় বসে শিমুল রায় সন্ধ্যা ৭ টার দিকে। 
ধর্ণার আধ ঘন্টা যেতে না যেতেই মেয়ের বাড়ির লোক আলোচনায় বসে । এবং কথায় বলে 'মিয়াঁ বিবি রাজি তো কেয়া করেগা কাজি' আর এখানে হলও তাই। চার হাত এক হয় সেদিনই।

শিমূলের সাফল্যের পর আজ দিনহাটার  গোসানীরোডে গতকাল ধর্ণায় বসেছিল শুভ। ৬ বছরের প্রেম ফিরে পাওয়ার দাবিতে।কিন্তু প্রেমিকা বাড়িতে না থাকায় ধর্ণা ছেড়ে চলে আসে কিছুক্ষণ পর।


আজ আবার দ্বিতীয় দফায় ধর্ণায় বসে  দিনহাটার প্রেমিক শুভ ।
গতকাল ছেলের বক্তব্য ছিল মেয়ের বাড়ি থেকে প্রেমের কথা জানবার পর বলে সরকারি চাকরি জোগাড় করতে। কিন্তু ছেলে শুভ জানায়-'এযুগে ভগবান পাওয়া গেলেও সরকারি চাকরি পাওয়া যায়না।' আজও একই বিষয় এবং ৬ বছরের প্রেম ফিরে পাওয়ার দাবিতে ধর্ণায় বসে শুভ মহন্ত। তবে সে জানায় - গতকাল মেয়ে না থাকায় মেয়ের বাড়ির লোকজন তাকে জানায়, মেয়ে আসলে  জানাবে। কথা বলে সিদ্ধান্ত নেবে। কিন্তু শুভর বক্তব্য 'মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ণা থেকে তুলে দেয়।-যতক্ষণ জীবন থাকবে আমি ধর্ণায় বসে থাকবে, ভালোবাসা ফিরে না পাওয়া পর্যন্ত।

আজ ধর্ণায় বসবার পর পরই স্থানীয় লোকজন মেয়েকে তার মুখোমুখি নিয়ে এসে জিজ্ঞাসা করেন, তাদের মধ্যে কোন সম্পর্ক আছে কিনা। তখন মেয়ে সম্পর্কের ব্যাপারে অস্বীকার করে। এই কথা শোনার পর প্রেমিক শুভ চলন্ত বাসের সামনে ঝাপিয়ে পড়ে। কিন্তু ড্রাইভারের সচেতনতায় বেঁচে যায়। ইতিমধ্যে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

সংবাদ প্রতিনিধির কাছে প্রেমিক শুভ জানিয়েছে-  'আমি আর এর মধ্যে নেই।'



ভিডিওতে বিস্তারিত-