Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংযুক্ত সংস্থার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপন কর্মসূচি



নিজস্ব প্রতিনিধি, প্রথম খন্ড লাঙুলীয়া, ১৪- অক্টোবর : 
গতকাল "একটি গাছ একটি প্রাণ " এই স্লোগানকে সামনে রেখে সংযুক্ত সংস্থার সুর্বনজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন  করা হল। ১ম খন্ড লাঙ্গুলীয়া প্রাথমিক বিদ্যালয়ে | উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সদস্যরা | বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন শ্রী গোপাল সাহা | গোপাল বাবু বলেন " আজ লক্ষ্মী পুজো,  এই পুজোর দিনে তিনি এলাকাবাসি কে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান | পাশাপাশি ক্লাবের সদস্যরাও এই মহৎ কাজটি করতে আনন্দিত | বৃক্ষরোপন কর্মসূচিকে ঘিরে গ্রামবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code