এক বছর পরই গভীর জল সংকটে ভুগবে গোটা ভারত৷‌ দেশের সর্বোচ্চ পরিকল্পনা সংস্থা ‘‌নীতি আয়োগ' এ কথা জানিয়েছে‌৷ দুশ্চিন্তায় গোটা দেশ৷ আর এই জল সঙ্কট নিয়ে সচেতনতা বৃদ্ধিতে তৈরি হচ্ছে 'এক ফোটা পানি' সিনেমা। সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বাড়াতেএই উদ্যোগ। ভারত ও বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী দের নিয়ে ইতিমধ্যেই প্রথম ধাপের কাজ শুরু হলো ডুয়ার্সের মনোরম পরিবেশে। 

পদ্মশ্রী করিমুল হক মহাশয় নিজেও অভিনয় করেছেন এইছবিতে। এখানে তাকে বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসাবেই দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক রৌফ আখতার আহমেদ। 

করিমুল বাবু জানিয়েছেন এই প্রথম তার সিনেমা জগতে অভিনয়ে আসা। মূলত সিনেমার বিষয়বস্তুই তাকে অভিনয় জগতে টেনে এনেছে বলেও জানিয়েছেন তিনি। 

সিনেমায় মালা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় শিল্পী কোয়েল রায় প্রামাণিক। মালা এক আদিবাসী চরিত্র। 
 
নন্দনে নভেম্বরের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে চলেছে 'একফোঁটা পানি' - তবে ১৮ অক্টোবর মাথাভাঙ্গায় প্রথম প্রিমিয়ার মুক্তি পেতে চলেছে।